জেনে নিন বহেড়ার নানাবিধ উপকারিতা।

জেনে নিন বহেড়ার নানাবিধ উপকারিতা

ছবিতে ক্লিক করুণ বুঝতে পারবেন।সত্য গাছ।

বহেড়ার ছবিঃ

বহেড়া একটি অনন্য ঔষধি গুণের ফল। বহেড়ার আরেক নাম বিভিতকি। তবে আমাদের দেশে বহেড়া নামেই বেশি পরিচিত। ভেষজবিদদের গবেষনায় মহৌষধি হিসেবে পরিচিত ত্রিফলার মধ্যে বহেড়া অন্যতম।

বহেড়া ফলটি উপমহাদেশের প্রাচীনতম আয়ুর্বেদিক ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। বহেড়া বিশেষভাবে পরিশোধিত হয়ে এর ফল, বীজ ও বাকল মানুষের বিভিন্ন রোগ প্রতিরোধে ও চিকিৎসায় ব্যবহার হয়ে আসছে আদিকাল থেকে। ভেষজবিদদের বহেড়া নিয়ে দীর্ঘ গবেষণায় বিভিন্ন উপকারিতার কথা উল্লেখ করেছেন। বহুগুণে ভরা বহেড়া মানব দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করে। এছাড়া বহেড়ার রয়েছে অসংখ্য ঔষধি গুণের মধ্যে উল্লেখযোগ্য, প্রতিদিন খালী পেটে বহেড়া ফল ভিজানো এক কাপ পানি খেলে দীর্ঘজীবী ও সুস্বাস্থ্যের অধিকারী হওয়া যায়।বিশেষ ভাবে পরিশোধিত করে বহেড়ার ফল, বীজ এবং ছাল ব্যবহৃত হয় বিভিন্ন রোগ প্রতিরোধ ও চিকিত্‍সায়। এবার জেনে নেয়া যাক বহেড়া ফলের ঔষধি গুণগুলো-
১। দীর্ঘায়ু প্রতি দিন বহেড়া ভেজানো জল এক কাপ করে খেলে দীর্ঘায়ু পাওয়া যায়।
২। হৃদপিণ্ড ও যকৃৎ বহেড়া হৃদপিণ্ড এবং যকৃতে রোগের সংক্রমণ কমায়।
৩। নানান রোগে বহেড়া সর্দি-কাশি কম করে। কৃমি কমায়, জ্বর এবং অনিদ্রা দূর করে। তা ছাড়াও পাইলস, শ্বাসকষ্ট ও কুষ্ঠরোগের চিকিৎসায় বহেড়া বেশ উপকার করে।
৪।  সাদা বা রক্ত আমাশয়ে প্রতি দিন সকালে জলের সঙ্গে বহেড়া চূর্ণ খেলে উপকার হয়।
৫। শরীরের জন্য মারাত্মক অস্বস্তিকর একটি রোগ হচ্ছে শ্বেতী রোগ। সাধারণত এ রোগের তেমন কার্যকরী ওষুধ পাওয়া যায় না। এ রোগের জন্য বহেড়া বিচির শাঁসের তেল বের করে নিয়মিত শ্বেতীর উপর লাগালে শ্বেতী রোগ নিরাময়ে সহায়ক হয় এবং অল্প দিনেই গায়ের রঙ স্বাভাবিক হয়।
৬। সর্দিতে হলে বহেড়া চূর্ণ আধা চা-চামচ, সামান্য গরম ঘি মিশিয়ে তা আবার গরম করে মধু দিয়ে চেটে খেলে উপকার পাওয়া যায়। 
৭। অকালে টাক শাঁস অল্প জলে মিহি করে বেঁটে টাকে প্রলেপ লাগালে, নতুন করে চুল গজায়।
৮। অকালে চুল পাকলে বহেড়ার বীজ ফেলে ১০ গ্রাম পরিমাণ ছাল নিয়ে জল দিয়ে বেঁটে এক কাপ জলে গুলে ছেঁকে নিন। সেই জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে উপকার হবে।৯। ফোলা কমানোয় বহেড়ার ছাল বেটে একটু গরম করে ফোলা জায়গায় প্রলেপ দিলে কমে যায়।
১০। ইন্দ্রিয়-দৌর্বল্যে এ রোগ থেকে মুক্তি পেতে হলে রোজ দু’টি বহেড়া বীজের শাঁস খান।
১১।হজমশক্তি বাড়াতে বহেড়া হজমশক্তি বৃদ্ধিকারক। এ ফলের খোসা ভালো করে গুঁড়া করে নিন। পানির সঙ্গে এ গুঁড়া দিনে দুইবার খেয়ে যান। তাহলে আপনার হজমশক্তি বৃদ্ধি পাবে। ক্ষুধামান্দা তাড়াতেও একই প্রণালী অনুসরণ করতে পারেন।

১২।কৃমি নাশ করে পেটে কৃমি হলে হাতের কাছে সমাধান হিসেবে বহেড়া রয়েছে।

১৩।ডায়রিয়া প্রতিকারে ডায়রিয়া হলে বহেড়ার খোসা পানির সঙ্গে মিশিয়ে খেতে পারেন। অল্প মাত্রায় খেলে এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় না। তবে ডাক্তারের পরামর্শ মেনে খাওয়া উচিত।

১৪।অনিদ্রা রোগে রাতের পর রাত নির্ঘুম কেটে গেলে, এখন থেকে চমৎকার ঘুমের জন্য বহেড়া খেয়ে যান।

১৫।হাঁপানি থেকে মুক্তি পেতে বহেড়া বীজের শাঁস ২ ঘণ্টা অন্তর চিবিয়ে খেলে হাঁপানি থেকে মুক্তি পাওয়া যায়। তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এ পদ্ধতি মেনে চলুন।

আমার যেকোনো লেখা আপনাদেরকে, প্রাকৃতিক গাছগাছড়া দ্বারা চিকিৎসার মাধ্যমে সুন্দর ও সুস্থ্যভাবে বাঁচাবার উৎসাহ দিচ্ছে।লেখাগুলো অবহেলা করবেন না। এটা একান্ত অনুরোধ আমার জীবনে ইচ্ছা মানুষের উপকার করে নিজের আত্নার শান্তি আনা আমি সবসময় জীবের সেবা করে আচ্ছি যতো দিন বেঁচে থাকবো সেবা করে যাবো আপনাদের আর্শিবাদ নিয়ে বাঁচতে চাই।কমেন্ট করে যানাবেন কোনো ভূল হলে এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না।ধন্যবাদ।

Learn the various benefits of behera


Behera is a fruit of unique medicinal properties. Another name for Behera is Bibhitki. However, in our country it is better known as Behera. Behera is one of the trifles known as herbal medicine in the research of herbalists.

Behera fruit has been used as the oldest ayurvedic medicine in the subcontinent. Behera has been specially refined and its fruits, seeds and bark have been used in the prevention and treatment of various human diseases since ancient times. Herbalists have mentioned various benefits in long research on behera. The multicolored behera helps to increase the immunity of the human body. Behera also has a significant number of medicinal properties, behera fruit on an empty stomach every day 
Drinking a cup of soaked water can lead to longevity and good health. Specially purified behera fruits, seeds and bark are used for prevention and treatment of various diseases. Now let us know the medicinal properties of behera fruit- 1. Longevity Longevity can be obtained by drinking one cup of Behera soaked water every day. 2. Heart and Liver Behera reduces the risk of heart and liver infections. 
3. Behera reduces cold and cough in various diseases. Reduces worms, eliminates fever and insomnia. In addition to that 

Behera is very useful in the treatment of piles, shortness of breath and leprosy. 4. White or bloody diarrhea is beneficial by playing behera powder with water every morning. 5. Leukemia is a disease that is very uncomfortable for the body. Usually there is no effective medicine for this disease. For this disease, the oil of the shell of Behera beech is taken out and applied on the whiteness regularly.
6. In case of cold, half a tea-spoon of behera powder mixed with a little hot ghee is heated again and licked with honey.
7. Prematurely bald shells are diluted in a little water and applied to shortened hair, new hair grows.
8. If the hair grows prematurely, remove the behera seeds, take 10 grams of bark, mix it with water and soak it in a cup of water. Wash your hair with that water. Regular use will be beneficial. To reduce the swelling, the skin of the goat is warmed a little and applied on the swollen area.
10. To get rid of this disease due to weakness of the senses, eat two shells of behera seeds every day.
11. Behera increases digestion to increase digestion. Peel a squash, grate it and squeeze the juice. Eat this powder twice a day with water. Then your digestion will increase. You can follow the same procedure to get rid of hunger pangs.
12. If there are worms in the stomach after destroying the worms, there is a solution at hand.
13. Remedy for diarrhea If you have diarrhea, you can eat it mixed with water. Playing in small doses does not cause any side effects. However, the doctor's advice should be followed.

14. After insomnia, sleepless night after night, eat behera for a good night's sleep from now on.

15. To get rid of asthma, you can get rid of asthma by chewing the shells of behera seeds every 2 hours. However, follow this procedure as advised by the doctor.
Any of my writings are encouraging you to save your life in a beautiful and healthy way through treatment with natural herbs. Do not neglect the writings. This is my sincere request to bring peace of mind in my life by benefiting people. I am always serving the living as long as I live. I will continue to serve. I want to live with your blessings.

Comments