কাঁঠালের উপকারিতা।

 কাঁঠাল একটি বাংলাদেশের জাতীয় ফল এর উপকারিতা সর্ম্পকে জানুন --দেখার জন্য ছবিতে ক্লিক করুণ। 

কাঁঠালের ছবিঃ

মানুষের দেহে যেসব পুষ্টির প্রয়োজন প্রায় সবই আছে কাঁঠালের মধ্যে। এক সময় বাঙালির পুষ্টির অভাব পূরণ করতো এই কাঁঠাল। এখনও বেশির ভাগ মানুষ পুষ্টির জন্য কাঁঠাল খেয়ে থাকেন। তবে এক শ্রেণির মানুষ কাঁঠাল দেখলে নাক ছিটকান। তারা মনে করেন কাঁঠাল গরিবের খাদ্য। তা কিন্তু নয় কাঁঠাল কিন্তু পুষ্টির রাজা। এর বিচিরও রয়েছে নানা গুণ যা মানব দেহের জন্য উপকারী। বিশেষ করে এই করোনাকালে যত পারেন কাঁঠাল খেয়ে নিতে পারেন। তাতে আপনারই উপকার।পুষ্টিবিদরা বলছেন, কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর। কাঁঠালে বিটা ক্যারোটিন, ভিটামিন এ, সি, বি-১,  বি-২, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামসহ নানা রকমের পুষ্টি ও খনিজ উপাদান পাওয়া যায়। এই সকল উপাদান আমাদের শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে। এর পাশাপাশি ভিটামিনের চাহিদাও পূরণ করে কাঁঠাল।


এবার জেনে নিন কাঁঠালের উপকারিতা সম্পর্কে

কাঁঠাল পুষ্টি সমৃদ্ধ। এতে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম, পটাসিয়াম, আয়রন, সোডিয়াম, জিঙ্ক এবং নায়াসিনসহ বিভিন্ন প্রকার পুষ্টি উপাদান। অন্যদিকে কাঁঠালে প্রচুর পরিমাণে আমিষ, শর্করা ও ভিটামিন থাকায় তা মানবদেহের জন্য বিশেষ উপকারী।
- কাঁঠালে আছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। আমাদের দেহকে ক্ষতিকর ফ্রির‌্যাডিকেলস থেকে রক্ষা করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও আমাদেরকে সর্দি-কাশি রোগের সংক্রমণ থেকে রক্ষা করে। - কাঁঠালে চর্বির পরিমাণ সামান্য। এই ফল খাওয়ার কারণে ওজন বৃদ্ধির আশঙ্কা কম।
- কাঁঠাল পটাশিয়ামের উৎকৃষ্ট উৎস। ১০০ গ্রাম কাঁঠালে পটাশিয়ামের পরিমাণ ৩০৩ মিলিগ্রাম। এই পটাশিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। এ জন্য কাঁঠাল উচ্চ রক্তচাপে উপশম করে। - কাঁঠালে প্রচুর ভিটামিন-এ আছে যা রাতকানা রোগ প্রতিরোধ করে।
- কাঁঠালে রয়েছে প্রচুর ভিটামিন-সি। প্রাকৃতিকভাবে মানবদেহে ভিটামিন-সি তৈরি হয় না। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দাঁতের মাড়িকে শক্তিশালী করে এই ভিটামিন-সি। - কাঁঠালে আছে ফাইটোনিউট্রিয়েন্টস। যা আলসার, ক্যান্সার, উচ্চ রক্তচাপ এবং বার্ধক্য প্রতিরোধে সহায়তা করে।
- টেনশন এবং নার্ভাসনেস কমাতে কাঁঠাল বেশ কার্যকরী।
- বদহজম রোধ করে কাঁঠাল। এই ফল আঁশালো হওয়ায় কোষ্ঠকাঠিন্যও দূর করে।
- কাঁঠালে রয়েছে খনিজ উপাদান আয়রন, যা দেহের রক্তাল্পতা দূর করে।
- কাঁঠালে আছে বিপুল পরিমাণ খনিজ উপাদান ম্যাঙ্গানিজ, যা রক্তে শর্করা বা চিনির পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে।
- এই বৃহৎ ফলে রয়েছে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম। যা মানব দেহের হাড়ের গঠন ও হাড় শক্তিশালীকরণে ভূমিকা পালন করে। এছাড়া রক্ত সংকোচন প্রক্রিয়া সমাধানেও ভূমিকা রাখে।
- কাঁঠালে আছে ভিটামিন বি৬। হৃদরোগের ঝুঁকি কমায় এই ভিটামিন বি৬।
- ছয় মাস বয়সের পর থেকে মায়ের দুধের পাশাপাশি শিশুকে কাঁঠালের রস খাওয়ালে শিশুর ক্ষুধা নিবারণ হয়। অন্যদিকে তার প্রয়োজনীয় ভিটামিনের অভাব পূরণ হয়।
- চিকিৎসা শাস্ত্রের মতে প্রতিদিন ২০০ গ্রাম তাজা পাকা কাঁঠাল খেলে গর্ভবতী মহিলা ও তার গর্ভধারণকৃত শিশুর সব ধরনের পুষ্টির অভাব দূর হয়। গর্ভবতী মহিলারা কাঁঠাল খেলে তার স্বাস্থ্য স্বাভাবিক থাকে এবং গর্ভস্থসন্তানের বৃদ্ধি স্বাভাবিক হয়। দুগ্ধদানকারী মা তাজা পাকা কাঁঠাল খেলে দুধের পরিমাণ বৃদ্ধি পায়।

কাঁঠালের বিচির উপকারিতা
কাঁঠালের বিচিতে রয়েছে ভিটামিন বি-১ ও ভিটামিন বি-১২ এর ভালো উৎস। এ ছাড়া আছে ভিটামিন এ, ভিটামিন সি, থায়ামিন, নায়াসিন, লিগন্যান, আইসোফ্ল্যাভোন এবং স্যাপোনিনের মতো ফাইটো ক্যামিক্যালস। যা মানব দেহের জন্য উপকারী।
- কাঁঠালের বিচিতে থাকা এন্টি অক্সিডেন্টগুলো ক্যান্সার প্রতিরোধী এবং বার্ধক্যের প্রভাব সৃষ্টিকারি উপাদানগুলোকে নিয়ন্ত্রণ করে।
- ফাইবার ও কমপ্লেক্স কার্বোহাইড্রেটের কারণে এর গ্লাইসেমিক ইনডেক্স কম। ফলে এটি ওজন কম বাড়িয়েই যোগাতে পারে অনেক এনার্জি।
- কাঁঠাল বিচির প্রোটিন অত্যন্ত উপকারি। মাছ, মাংস যাদের কম খাওয়া হয় তাদের জন্য আমিষের চাহিদা মেটাতে কাঁঠাল বিচি উৎকৃষ্ট খাবার।
- কাঁঠালবিচির জীবানুনাশক গুণও রয়েছে। এটি Escherichia coli I Bacillus megaterium ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে কার্যকর এবং এতে থাকা বিশেষ উপাদান Jacalin এইডস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নয়নে সফল বলে প্রমাণিত হয়েছে।
- এতে থাকা পটাশিয়াম ব্ল্যাড সুগার নিয়ন্ত্রণে রাখে।
সবার কাছে অনুরোধ রইল এই লেখাটি পড়ে লাইক শেয়ার করবেন। মানুষের উপকার করুণ সৃষ্টিকর্তা আপনাদেরও উপকার করবেন। ধন্যবাদ।
Learn about the benefits of jackfruit, the national fruit of Bangladesh.
Jackfruit contains almost all the nutrients that the human body needs. At one time this jackfruit used to fill the nutritional deficiencies of Bengalis. Most people still eat jackfruit for nutrition. However, a class of people sniff when they see a jackfruit. They think jackfruit is the food of the poor. But it is not jackfruit but the king of nutrition. Its seeds also have many properties that are beneficial for the human body. You can eat as much jackfruit as you can, especially during this time. That is to your advantage.Nutritionists say that jackfruit is rich in nutrients. Jackfruit contains beta carotene, vitamins A, C, B-1, B-2, potassium, calcium, magnesium and various other nutrients and minerals. All these elements help to keep our body healthy and strong. In addition to this, jackfruit also meets the demand for vitamins.

Now learn about the benefits of jackfruit

Jackfruit is rich in nutrients. It contains a variety of nutrients including thiamine, riboflavin, calcium, potassium, iron, sodium, zinc and niacin. On the other hand, jackfruit is rich in meat, sugar and vitamins, which are especially beneficial for the human body.

- Jackfruit has powerful antioxidants. This antioxidant protects our body from harmful free radicals. It also protects us from colds and coughs. - The amount of fat in jackfruit is small. Eating this fruit reduces the risk of weight gain.

- Jackfruit is an excellent source of potassium. The amount of potassium in 100 grams of jackfruit is 303 mg. This potassium helps reduce high blood pressure. For this, jackfruit relieves high blood pressure. - Jackfruit is rich in vitamins that prevent night blindness. 
- Jackfruit contains a lot of vitamin-C. Vitamin-C is not produced naturally in the human body. Disease 
This vitamin-C enhances immunity as well as strengthens the gums. - Jackfruit contains phytonutrients. Which helps prevent ulcers, cancer, high blood pressure and aging.
- Jackfruit is quite effective in reducing tension and nervousness.
- Jackfruit prevents indigestion. This fruit also relieves constipation as it is sticky.
- Jackfruit contains the mineral iron, which eliminates anemia in the body.
- Jackfruit contains a huge amount of mineral manganese, which helps control the amount of sugar in the blood.
- This large fruit contains magnesium and calcium. Which plays a role in the bone formation and bone strengthening of the human body. It also plays a role in resolving the blood clotting process.
- Jackfruit contains vitamin B6. This vitamin B6 reduces the risk of heart disease.
-From the age of six months, the baby's appetite is suppressed by feeding jackfruit juice along with mother's milk. On the other hand his deficiency of essential vitamins is met.
- According to medical science, eating 200 grams of fresh ripe jackfruit every day eliminates all kinds of malnutrition in pregnant women and their unborn children. When pregnant women eat jackfruit, their health stays normal and fetal growth is normal. The amount of milk increases when the lactating mother eats fresh ripe jackfruit.

Benefits of jackfruit seeds Jackfruit seeds are a good source of Vitamin B-1 and Vitamin B-12. It also contains phytochemicals like Vitamin A, Vitamin C, Thiamine, Niacin, Lignan, Isoflavone and Saponin. Which is beneficial for human body.

- The antioxidants in jackfruit seeds control the anti-cancer and anti-aging ingredients. - Low glycemic index due to fiber and complex carbohydrates. As a result, it can provide a lot of energy by gaining less weight. - Jackfruit seed protein is extremely beneficial. For those who eat less fish and meat, jackfruit beech is an excellent food to meet the demand for meat.

- Jackfruit also has antiseptic properties. It is effective against Escherichia coli I Bacillus megaterium bacteria and its special ingredient Jacalin has been shown to be successful in improving the immunity of AIDS patients. - Potassium in it controls blood sugar.
Everyone is requested to read this article and like and share. The Merciful Creator will benefit you too. Thanks.



Comments